সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘❀হাওয়া’ দর্শকের কাছে সমাদৃত হয়েছে। সিনেমার জগতে যেন বসন্তের সুবাতাস বইতে শুরু করেছে। তবে সিনেমায়ܫ একটি শালিক পাখি নিয়ে চলছে নানান বিতর্ক। আর এ বিতর্ককে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন সিনেমাটির শীর্ষ অভিনেতা চঞ্চল চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বসে আলাপচারি🃏তায় এমন মন্তব্যও করেন তিনি।
এদিন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের ‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়গ গল্প বলার স্বাধীনতা 𝔍চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ আয়োজনে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী। অভিনেতা বলেন, “হাওয়ার মতো একটি চলচ্চিত্র নিয়ে এমনটা আমরা আশা করি না। এটি বিব্রতকর। শিল্পের প্রতি দায় থেকে আমরা কাজ করি, অনেকের শ্রম ও মেধা ব্যয় হয়।”