• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মার্কিন গ্রিন কার্ড পেলেন শাকিব, ফিরছেন জুলাইয়ে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০২:৫৮ পিএম
মার্কিন গ্রিন কার্ড পেলেন শাকিব, ফিরছেন জুলাইয়ে

সাধারণ থেকে সেলিব্রেটি প্রায় সবার কাছেই স্বপ্নের দেশ আমেরিকা। সেই স্বপ্নের দেশে অনেকেই স্থায়ীভাবে থাকতে গ্রিন কাღর্ডের জন্য হন্যে হয়ে পড়ে থাকে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বেলাতেও তা ব্যতিক্রম হয়নি।

গত নভেম্বরে দেশ ছেড়েছিলেন শাকিব খান। এরপর 🍌আর দেশে ফেরেননি। মাটি আঁকড়ে ছিলেন মার্কিন মুলুকে। শেষ পর্যন্ত প্রতিক্ষার অবসান ঘটল। পেলেন বাইডেনের দেশের প্রিন্ট করা গ্রিন কার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকা প্রবা♛সী শাকিবের ঘনিষ্ঠ দুইজন।

এরমধ্যে একজন জানান, নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। আমেরিকায় টা💝না তার ছয় মাস থাকার বিষয়টিও পূরণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার𝕴 কথা, সেটিও তিনি পেয়েছেন।

অন্যদিকে আরেকজন জানান, আগামী ཧ৮ জুলাই দেশে আসবেন শাকিব। এর আগไে ৬ তারিখ আমেরিকা ছাড়বেন তিনি।

ইতোমধ্যে আমেরিকাতে হবে নতুন ছবি ‘রাজকুমার’। জানা যায়,💫 এ সিনেমার জন্য আবারও দ্রুততম সময়ে দেশটিতে ফিরে যেতে হবে তাকে।

গত ২৮ মার্চ শাকিবের জন্মদিনে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশনে হয় ‘রাজকুমার’ ছবির মহরত। শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন মঞ্চশিল্পী কোর্টনি কফিকে। নায়কের এসকে ফিল্মসের সঙ্গে এর সহযোগী প্রযে🎶াজক হিসেবে আছেন আমেরিকা প্রবাসী জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। জু🌼লাইয়ের শেষে এর কাজ শুরু হওয়ার কথা।

Link copied!