• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নতুন প্রেমে মজেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ১১:০৭ এএম
নতুন প্রেমে মজেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও

কিছু দিন আগেই প্রেমিকা ক্যামিলা মোরনের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। চার বছর প্রেমের পর⛦ আলাদা হয়েছেন তারা। তবে এরই মধ্যে ‘টাইটানিক’ তারকার নতুন প্রেমের খবরও এসেছে প্রকাশ্যে। শুধু তা-ই নয়, ডেটিংয়ের ছবিও হয়েছে ফাঁস!

শোনা যাচ্ছে, ডিক্যাপ্রিওর নতুন প্রেমিকা জিজি হাদিদ। মার্কিন এই সুপার মডেলের সঙ্গে অভিনেতার একটি ছবি ইন্টারন﷽েটে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেলো, কোনও পার্টিতে একে-অপরের কাছাকাছি ব♔সে কথা বলছেন।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে, গত ১০ সেপ্টেম্বর রাতে ম্যানহাটনের সোহো এলাকায় ‘ক্যাসা কিপ্রিয়ানি’ নামের একটি রেস্টুরেন্টে এই পার্টি দিয়েছিলেন ডিক্যাপ্রিওর বন্ধু রিচি আকিভা ও ড্যারেন ডিনচিওল। সেꦅখানেই নতুন প্রেমিকার সঙ্গে হাজির হন লিও।

এ সময় ডিক্যাপ্রিওর পরনে দেখা গেছে কালো শর্টো স্লিভ শার্ট, মাথায় ছিল ক্যাপ। অন্যদিকে জিজি হাদিদের পরনে সাদা ক্রপটপ এবং ব্যাগি জিনস। তাদের ঘনিষ্ঠ একটিꦆ সূত্রের দাবি, ‘লিও এমন কেউ না যে সম্পর্কে জড়ান আর বেরিয়ে আসেন। সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য তাড়াহুড়ো করেন না তিনি। তারা (লিও ও🌸 হাদিদ) ধীরে ধীরে এগোচ্ছেন।’

অন্য গণমাধ্যমকে জানিয়েছে, তারা কয়েক বছর ধ🐓রেই ⛄একে-অপরকে জানেন। দুজন দুজনের প্রতি খুবই আকৃষ্ট। জিজি একেবারে লিওর মনের মতো।

২০১৭ সাল থেকে ক্যামিলার সঙ্গে প্রেম ছিল লিওনার্দো 🏅ডিক্যাপ্রিওর। এ বছর ক্যামিলার বয়স ২৫ হতেই সম্পর্কে ইতি টানেন অভিনেতা। এর আগেও ডিক্যাপ্রিওর একাধিক প্রেমিকা ছিল। মজার ব্যাপার হলো, তাদের বয়সও যখন ২৫ হয়েছিল, তখন ব্রেকআপ করেছিলেন অভিনেত𒆙া।

এ নিয়ে অনেকেই মজার ছলে বলেছেন, ২৫ বছরের বেশি বয়সী নারীর প্রেমে মন মজে না লিওনার্দোর। তবে এবার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কেননা, এক🐎 সন্তানের জননী মডেল জিজি হাদিদের বয়স ইতোমধ্যে ২৭ হয়ে গেছে।

সূত্র: কইমই ডটকম
 

Link copied!