• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জাহ্নবীকে বিয়ে করতে মানতে হবে শর্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ০১:৫৭ পিএম
জাহ্নবীকে বিয়ে করতে মানতে হবে শর্ত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর  সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। যার ফলে ভক্ত-অনুরাগীরা তার সম্পর্কে খুব 
সহজেই জানℱতে পারেন।  জাহ্নবী একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের পরিকল্পনা জানিয়েছিলেন। কাকে বিয়ে করছেন তা তিনি না জানালেও পাত্রকে শর্ত মান🌜তে হবে এমনটাই জানিয়েছিলেন। তবে সেই শর্ত তার না, শর্ত দিয়েছিলেন জাহ্নবীর বাবা-প্রযোজক বনি কাপুর।

সেই শর্ত হল- পাত্রকে হতে হবে প্রচুর লম্বা। ৬ ফুট ১ ইঞ্ꦆচির কম হলে পাত্র প্রথমেই বাদ পড়বেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে  ;জাহ্নবী জানান, ‘‘একটি শর্ত আছে। অন্য কিছু নিয়ে তার মাথা ব্যথা♉ নেই। তার একটাই কথা, ‘ছেলে﷽কে আমার সমান লম্বা হতে হবে।”

জাহ্নবী আরও জানান, ‘‘ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে তাকে ও তার বোন খুশিকে ঘুরিয়েছেন বাবা বনি। কোনো 💖কিছুর কমতি রাখেননি। তাই বিয়ের 🦩পর স্বামীও যেন তাদেরকে এরকম রাখতে পারে, সে বিষয়টি নিশ্চিত হতে চান বনি।”

বলিউডের কালজয়ী অভিনেত্রী শ্রীদেবীর মেয়⛦ে জাহ্নবী। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন তিনি। এরপর তাকে দেখা গেছে ‘গুঞ্🐟জন সাক্সেনা’, ‘রুহি’ সিনেমায়। আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে জাহ্নবীর নতুন সিনেমা ‘গুডলাক জেরি’।

Link copied!