সামার (গ্রীষ্মকালীন)-২০২৪ সেমিস্টার উপলক্꧟ষ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ভর্তি মেলা চলছে। রোববার (২ জুন) ছিল ভর্তি মেলার দ্বিতীয় দিন।
এর আগে শনিবার (১ জুন) বেলাꦬ ৩টায় ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস অডিটোরিয়ামে এই মেলা শু💙রু হয়। মেলার উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ।
মেলা ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টি𓂃র অধীনে যেসব বিভাগ ও প্রোগাম চালু রয়েছে তা পৃথকভাবে 𒁃চেম্বার বসানো হয়েছে। চেম্বারগুলোর সামনে লেখা রয়েছে বিভাগের নাম। এছাড়াও প্রতিটি প্রোগ্রামে কী পরিমাণ খরচ হবে, তা উল্লেখ করে লিফলেটও তৈরি করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ জুন) পর্যন্ত বিশ্ব♍বিদ্যালয়ের ১৪টি বিভাগের অধীনে ২৮টি প্রোগ্রামে বিশেষ ছাড়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। মেলায় যে সকল শিক্ষার্থীরা ভর্তি হবেন, তারা ভর্তি ফির উপর ৫০ শতাংশ ছাড়সহ টিউশন ফি প্রথম সেমিস্টারে ১০ শতাংশ ছাড় পাবেন।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির চলতি বছরের জরিপে স্টামফোর্ড ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয🐷়ের মধ্যে সপ্তম স্💯থান অর্জন করেছে। এছাড়া দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউনিভার্সিটিটি বেসরকারি হিসেবে ১৫তম স্থানে রয়েছে।