• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাবিতে রিম’র উদ্যোগে রক কন্সার্টের তারিখ ঘোষণা


শাবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ০৮:৩২ পিএম
শাবিতে রিম’র উদ্যোগে রক কন্সার্টের তারিখ ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন রিম মিউজিক্যাল♓ ক্লাব’র উদ্যোগে ‘রক নেভার ডাইস ভলিউম-২’ শীর্ষক রক কন্সার্ট আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

শনিবার (৩ সেপ্টেম্বর)🐠 সংগঠনের সভাপতি আশিক হোসাইন মারুফ ꧟এ তথ্যটি জানান।

আশিক হোসাইন মারুফ বলেন, “গত ১ সেপ্টেম্বর রিম মিউজিক্যাল ক্লাবের সাধারণ সভায় ‘রক নেভার ডাইস ভলিউম-২’ শীর্ষক রক কন্সার্ট আয়ো🍌জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কন্সার্ট অনুষ্ঠিত হবে। এতে দেশের জনপ্রিয় তিনটি রক ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’ ‘কারনিভাল’ ও ‘বাফারিং’ অংশগ্রহণ কꦡরবে। এছাড়া কন্সার্টে ‘রিম মিউজিক্যাল ক্লাব’র পক্ষ থেকেও গান পরিবেশন করা হবে।”

তিনি আরও বলেন, “রিম’র আয়োজিত এ কন্সার্টে অংশগ্রহণ করতে লাইব্রেরি ভবনে🍌র পাশের টেন্ট থেকে টিকেট সংগ্রহ করতে হবে। প্রতিটি টিকেটের মূল্য ২০০ টাকা। আগ্রহীরা টেন্ট থেকে টিকেট সংগ্রহ করতে পারবে🌜ন।”

Link copied!