নটর ডেম কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞ𓄧প্তি প্রকাশ করেছে। ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করা হয়েছে।
𒐪মঙ্গলবার (১৪ মে) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিসংক্𝓰রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃক ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একা𓆏দশ শ্রেণিতে ভর্তি-আবেদনের তারিখ ঘোষণার পর ভর্তিসংক্রান্ত তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইটে বি☂জ্ঞপ্তি দিয়ে জানানো হবে। প্রতিবছরের মতো এবারও নটর ডেম কলেজ নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা
বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫, মানবিক বিভাগ জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ওষা বিভাগ জিপিএ-৪। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘ও’ লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে
বিজ্ঞান বিভাগꦓ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্🍷ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০।
নটর ডেম কলেজে ভর্তির জন্য কোনো কোচিং সেন্🐻টারে ভর্তির প্রয়োজন নেই বলে এতে জানানো হয়েছে।