জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগ ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি (🦄ভিপি) মো. আবু রোম্মান এবং সাধারণ সম্পাদক (জিএস) এস এম ম🔜ুরসালিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
রোববার (২৯ সেপ্টেম্🦩বর) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মো. মোজাম্মেল মিয়াজী, ক্রীড়া সম্পাদক মো. আহাদ🧜 ভূঁইয়া, সহ-ক্রীড়া সম্পাদক চৌধুরী আনিকা, সহ-কোষাধ্যক্ষ রানা পারভেজ, সেমিনার ও পাঠাগার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফা🐎তেহা হোসাইন জেসী, দপ্তর সম্পাদক মো. আল আমিন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক বায়তুল আহমেদ নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া প্রচার সম্পাদক তন্ময় সাহা পরশ, তথ্য প্রযুক্তি ♎সম্পাদক মো. নকিবুল হাসানাত তামীম, মহিলা সম্পাদক হিসেবে সাদিয়া ইসলাম রুনা নির্বা🌠চিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম মুরসালিন আহমে﷽দ বলেন, “গণিত ছাত্রসংসদ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ𒐪্যালয়) সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার ইশতেহারে উল্লিখিত প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ সাধনে সকল পরিস্থিতিতে সচেষ্ট থাকব। সুস্পষ্টভাবেই আমি আমার এ পথচলায় আপনাদের সহযোগিতা কামনা করছি।”