• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জবির ক্যাফেটেরিয়ায় ৫০ টাকায় ৮ আইটেমের ইফতার প্যাকেজ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ০৫:৪৭ পিএম
জবির ক্যাফেটেরিয়ায় ৫০ টাকায় ৮ আইটেমের ইফতার প্যাকেজ

পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ায় থাকছে ইফতারের ব্যবস্থা।🧔 মাতಞ্র ৫০ টাকার ইফতার প্যাকেজে পাওয়া যাচ্ছে ৮টি আইটেমের ইফতার সামগ্রী।

মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজা 🧔𒀰থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ৫০ টাকা মূল্যের এই ইফতার প্যাকেজ পাওয়া যাচ্ছে। ইফতার প্যাকেজে রয়েছে আটটি ভিন্ন ভিন্ন আইটেম।

বিশ্ববিদ𝕴্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিচালক মো. মাসুদ বলেন, “প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা শি꧙ক্ষার্থীদের কথা মাথায় রেখে স্বল্পমূল্যে মানসম্মত ইফতারের আয়োজন করেছি। ৫০ টাকা মূল্যে আমাদের ইফতার আয়োজনে রয়েছে মোট ৮টি ভিন্ন ভিন্ন আইটেম। তার মধ্যে ১টি আলুর চপ, ১টি বেগুনি, ১টি পিঁয়াজু, ২টি খেজুর, ১ প্যাকেট মুড়ি, ১ বাটি ছোলা, ১ গ্লাস শরবত ও প্রতিদিন ভিন্ন ধরণের ফল থাকবে একটি।”

জাহিদ হাসান নামের এক শিক্ষার্থী বলেন, “রমজাᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚন মাসে রাস্তা ঘাটে অনেক ইফতার আইটেম পাওয়া যায়। কিন্তু আইটেমগুলো আলাদা আলাদা কিনতে হয়, তাতে বেশি খরচ পড়ে, একসঙ্গে সব আইটেম থাকায় বেশ ভালোই হয়েছে।”

তানজিমুল হক নামের আরেক শিক্ষার্থী বলেন, “বর্তমানে সব কিছুর দাম বেশি। ৫০ টাকায় আইটেম মোটামুটি ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ের আশপাশে আমরা যারা মেসে থাকি, তারা সবাই ꦓএকসঙ্গে ক🅺্যান্টিনে বসে ইফতার করতে পারছি।”

ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. জিএম আল-আমীন বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়া সত্বেও আমরা এ বছর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইফতারের ৫০ টাকা প্যাকেজটি চালু রেখেছি। শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যান্টিন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা এ দাম ন⛄ির্ধারণ করেছি।”

ইফতারের সব ধরনের আয়োজন অন্তর্ভুক্ত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের আশপাশে মেসে থাকা শিক্ষার্থীরা।ඣ দামে সাশ্রয়ী ও সব শিক্ষার্থী একসঙ্গে ইফতারের সুযোগ পাচ্ছে বিধায় তারা খুশি। ক্যাফেটেরিয়💝ায় সাহরির আয়োজনেরও দাবি করেছেন তারা।

Link copied!