চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ♍্রেণির বার্ষিক𝕴 পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। আর ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্ত নয়, ফল প্রকাশ হবে গ্রেডিং পদ্ধতিতে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনসিটিবি জানিয়েছে, প্রতি বিষয়ে ১০০ নম্বরের ꧂পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্ন এবং সঠিক উত্তর ও শূন্যস্থান পূর💧ণ। সামষ্টিক মূল্যায়নে ৭০ শতাংশ আর শিখনকালীন মূল্যায়ন হবে ৩০ শতাংশে।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন, একটা অংশ থাকবে যে সংক্ষিপ্ত এমসিকিউ বাকি সিকিউ ধরনের প্রশ্ন এবং যে উদ্দীপক থাকে সেটা ছা𒊎ড়াও কিছু প্রশ্ন রাখা হবে। সংক্ষিপ্ত প্রশ্ন-শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা এগুলোও থাকবে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে বিভিন্ন দিক থেকে প্রশ্ন রেখে মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে মানদণ্ডগুলো আছে, তার ওপর ভিত্তি করেই আমরা মেধা ঠিক করব। স🍷েটা প্রথমে নম্বরের ভিত্তিতে করে গ্রেডে পরিবর্🦹তন করা হবে।