অস্ট্রিয়ার হেলমুট ভেইথ স্কলারশিপ নিয়ে দেশটির ൩ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়ার সুযোগ দিচ্ছে বিদেশি শিক্ষার্থীদের। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরে পড়ার সুযোগ দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়। এ স্কলারশিপে বাংলাদেশসহ অন্য দেশের নারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞানী হেলমুট ভেইথ ভিয়েনা ইউনিভ꧟ার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ছিলেন। তিনি নার🌞ী শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ অনুপ্রেরণা দিয়েছেন। শুধু নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে পড়ার সুযোগ করে দেয় হেলমুট ভেইথ স্কলারশিপ।
এই বৃত্ত𒈔ির অনলাইনে আবেদনের শে🍎ষ সময় ৩০ নভেম্বর পর্যন্ত।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
- লজিক অ্যান্ড কম্পিউটেশন
- বিজনেস ইনফরমেটিকস
- ডেটা সায়েন্স
- মিডিয়া অ্যান্ড হিউম্যান সেন্টার কম্পিউটিং
- কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
যোগ্যতা
- কম্পিউটার সায়েন্স কিংবা গণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে
- ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
- একাডেমিক ফল ভালো হতে হবে
সম্পূর্ণ টিউশন মওকুফ করা ছাড়াও বছরে ꧙৬ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৭ লা꧑খ ৪ হাজার ২১৬ টাকা) দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
থেকে বিস্তারিত জেনে আবেদনকারীর সব প্রয়োজনীয় কাগজপত্র একটি পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। পিডিএফ ফাইলটির নাম অবশ্যই ‘Document.pdf দিয়ে [email protected] ওয়েবসাইটে পাঠাতে হবে।