‘র্যাগিং, মাদক ও গণরুমমুক্ত বিশ্ব☂বিদ্যালয় গড়ি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করি’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে র্যাগিং, মাদক ও গণরুমবিরোধী র্যালি। র্যালিতে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “র্যাগিং, মাদক ও গণরুমমুক্ত পরিবেশ স্বাধীনতার সুফল।”
রোববার (২০ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি নতুন কলা ভবন, শহীদ মিনার হয়ে সমাজ বিজ্ঞান অ𒉰নুষদের সামনে দিয়ে ঘুরে মহুয়া মঞ্চে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে🐟র ডিন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীসহ ಞপ্রায় দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন।
প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী রাতুল বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনেই আমার নিজের একটা সিট পেয়েছি। এটি বড় একটি পাওয়া আমার জন্য। সেই সঙ্গে কোথাও কেউ আমাদের ডেকে নিয়ে কোনো হেনস্তা বা র🃏্যাগিং দেয়নি। এমন বিশ্ববিদ্যালয় সবার কাম্য।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, “বিগত দেড় যুগ ধরে এ দেশের মানুষ তাদের মতপ্রকাশ করতে পারেনি। তাই বর্তমানে কোনো বৈষম্য চলতে দেওয়াꦯ যাবে না। বিশ্ববিদ্যালয়েও কোনো রকম অপসংস্কৃতির ঠায় হবে না। অবিলম্বে এই বিশ্ববিদ্যালয় মাদকমুক্ত করা হবে।”
সমাবেশে বিশ্ববিদ্যালয়ে র্যাগিং মাদক ও গণরুম বিলুপ্তির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। তিনি বলেন, “আমরা একটা বিপ্লবের মাধ্যমে দিয়ে এই স্বাধীনতা পেয়েছি। আর সেই স্বাধীনতার সুফল সবাই ভোগ করবেন। তারই অংশ হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয় র্যাগিং, মাদক ও গণরুমমুক্ত নিশ্চিত করতে চাই। গণরুম বিলুপ্ত করে আমরা যে অগ্রযাত্রা শুরু করেছি তা অব্যাহত থাকবে বলে আশা করছি। পাশাপাশি র্যাগিং ও মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিতে চাই। আমাদের কোনো শিক্ষার্থীই যেন র্যাগিংয়ের শিকার না হয় এবং মাদকের ভয়াল থাবায় না জড়ায়। আমাদের এই অগ্রযাত্রা অব𝕴্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন। আশা করছি, ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারা এই বিষয়ে সচেতন থাকবেন।”
এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, প্রক্টর অধ্যাপক র🗹াশিদুল আলম প্রমুখ, ডিন কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাফরুহী সাত্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক রেজাউল র𝓀কিব প্রমুখ উপস্থিত ছিলেন।