করোনা সংক্রমণ রোধে সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে জা🌜তীয় বিশ্ববিদ্যালয়। এর প্রতিবাদে মানববন্ধন🐽 করে চলমান পরীক্ষা এবং ঘোষিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় রাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚজধানীর ফার্মগেট এল🐈াকায় আনন্দ সিনেমা হলের সামনে মানববন্ধনে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা হাতে লেখা নানা ধরনের ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সব বর্ষের চলমান পরীক্ষা পুনর্বহাল করতে হবে এবং অন্✨যান্য সব বর্ষের পরীক্ষার রুটিন অবিলম্বে প্রকাশ কর🐼তে হবে। ২৪ ঘণ্টার মধ্যে রুটিন প্রকাশ না করা হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘেরাও করা হবে।
মানববন্ধনে অংশ নেওয়া আবুজর গিফারী কলেজের শিক্ষার্থী মো. সুজন বলেন, “পরীক্ষা না হলে সেশনজটের সম্ম🔥ুখীন হব। চলমান পরীক্ষা নিয়ে নিলে আমাদের জন্য় ভালো হয়।”
শেরেবাংলা নগর আদর্শ মহিলা কলেজের আরও এক শিক্ষার্থী সূচি বলেন, “ঢাবি অধিভুক্ত ৭ কলেজের স্থগিত প💟রীক্ষা হচ⛎্ছে। তাহলে আমাদের পরীক্ষা কেন হবে না। আমরা কী দোষ করলাম? পরীক্ষা নেওয়ার ঘোর দাবি জানাচ্ছি।”
ফার্মগেট এলাকা থেকে পরে শিক্ষার্থীরা তেজꦅগাঁও কলেজের সামনে অবস্থান নেন।