বাগেরহাটের শরণখোলায় মঠেরপাড় এলাকায় ৯৫০ পিস ইয়াবাসহ 💫পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, মাদক পরিমাপের জন্য ব্যবহৃত ডিজিটাল মিটার, নগদ ৬ হাজার ১৮০ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানের নেতৃত্বে তদন্ত অফিসার নজরুল ইসলাম, এসআই আমির হোসেন, এসআই রায়হান খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদꦕ্দিনের সহায়তায় সেখানকার মঠেরপাড় গ্রামের মাদক কারবারি ছাল্লু হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের মৃত সামছুল হক হাওলাদারের ছেলে মো. তফছের হাওলাদার (৬০), মো. তফছের হাওলাদারের ছেলে মো. ছগির ওরফে ছাল্লু হাওলাদার (৩২), একই উপজেলার ভারানিপাড় গ্রামের মো. নাসির হাওলাদারের ছেলে মো. নাইম হাওলাদার (১৮), ꧒চালিতাবুনিয়া গ্রামের মো. আউয়াল শেখের ছেলে মো. রেজা শেখ, ঢাকার সবুজবাগের মায়াকানন এলাকার মো. শাহীন আহম্মেদের ছেলে মো. ইয়াসিন রাব্বি (১৬)।
ওসি মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নꦑিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তু🌃তি চলছে।