সুনামগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে 🎶তাহমিনা আক্তার (২০) নামের এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে দোয়ারাবাজার বাংলাবাজার ইউ💖নিয়নের উপজেলার উত্তর ঘিলাতলীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
তাহমিনা আক্তার উপজেলার উত্তর ঘিলাতলী গ্রামের আবু তাহেরের মেয়ে ও উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের প্রবাসী শামী🌳মের স্ত্রী।
পুলিশ জানায়, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সোনাছড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে প্রবাসী শামীমের সঙ্গে ৬ মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে তাহমিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে ঝগড়া লেগে থাকত তার। সর্বশেষ মঙ্গলবার স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলে ঝগড়া করে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রাথমিক 🍰সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
দোয়ারাবাজার থা🦄নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, “খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরিবারের কেউ এখনো অভিযোগ বা মামলা করেনি।”