বান্দরবানে মা📖দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ১১০০ পিস ইয়াবাসহ মো.&nb♛sp;সোহেল নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক সোহেল ঝালকাঠি জেলার চৌপালা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
সোমবার দুপুরের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচা🐭লক মো. বাবুল সরকারের নির্দেশনায় পরিদর্শক মো. আলমগীর পাশার নেতৃত্বে মেঘলা পর্যটন স্পট এলাকায় জেলা পরিষদের সামনে তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ সময় কক্সবাজার থেকে বান্দরবানগামী হানিফ লোকাল বাস সার্ভিসের একটি বাস তল্লাশি𒉰 চালিয়ে সোহেলকে ১১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মো.&nbꦏsp;বাবুল সরকার সংবাদ প্রকাশকে বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমাদের টিম এক জন🅺 মাদক ব্যবসায়ীকে ১১০০ পিস ইয়াবাসহ আটক করেছে। আটককৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।”
বা🤡বুল সরকার আরো জানান,&n🌠bsp;আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।