সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্🍷যু হয়েছᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর হাওরের 💟মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রাজাপুর♒ এলাকার মহাব্বত আলীর ছেলে মানিক মিয়া (৩২) ও জানিয়ারচর গ্রামের দিকচান মিয়ার ছেলে নিয়া শাহ (২৮)।
প্রত্যক্ষদর্শীদꩵের বরাত দিয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “সোমবার সকালে উপজেলার জানিয়ারচর হাওরে মাছ ধরতে যান ছয় জেলে। এ সময় মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই মানিক মিয়া ও নিয়া শাহর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও একজন। তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
মারা যাওয়া দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে𝔉 বলেও জান🍷ান পুলিশের এই কর্মকর্তা।