চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ💖্রে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সৌহার্দপুর্ণ পরিবেশে বিকেল ৪ টꦛা পর্যন্ত এ সম্মেল♏ন চলে।
বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দীন মো. জাবেদের নেতৃত্বে বিজিবির ১০ কর্মকর্তা এবং বিএস𝐆এফ’র কৃষ্ণনগর সেক্টর কমান্ডার শ্রী অমরেশ কুমার অরিয়ার নেতৃত্বে ১০ কর্মকর্তা এতে অংশ নেন।
এ সময় বিজিবির প্রতিনিধি দলে ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের জিএꩲসও টু (স্টাফ অফিসার) মেজর সোহেল, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল শাহ্ মোহাম্মদ ইশতিয়াক, ৫৮-ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল শাহিন আজাদ, ৪৯-ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল শাহেদ মিনহাজ, ৫৮-ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তারেক✃ মোহাম্মদ তাসলিম, ৪৭-ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর রাকিবুল ইসলাম, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আলী শেখ ও ৫৮-ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।
এছাড়া বিএসএফ’র প্রতিনিধি দলে ছিলেন কৃষ্ণনগর সেক্টরের স্টাফ অফিসার কমানড্যান্ট শ্রী সন্দীপ কুমার, ৮২-বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার কমান্ড্যান্ট শ্রী সঞ্চয় প্রসাদ সিং, বিএসএফ-১০৭ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুনিল কুমার, ৬৮-বিএসএফ ব্যাটালিয়ন কম্যানড্যান্ট শ্রী যগেন্দার আগারওয়াল, ৮-বিএসএফ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড্যান্ট শ্রী এইচ এস লংয়ান, ৫৪-বিএসএফ ভারপ্রাপ্ত কমান্ডার শ্রী জে আর খুজুর, সেক্টরের ডেপুটি কমান্ড্যান্ট (স্টাফ অফিসার) শ্রী মদন লাল অরিয়া, অ্যাসিস্যান্ট কমান্ড্যান্ট শ্রী মানদিপ পিলানিয়া🍌 ও কোম্পানী কমান্ডার শ্রী বিক্রম সিং শেখায়াত।
এ সময় সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা বন্ধ, মাদক চোরাচালানরোধ, নারী ও শিশু পাচাররোধ, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, কাঁটাতারের বেড়া কাটারোধ👍, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখাসহ দু’দেশের সীমান্তে চলমান নানা ইস্যু নিয়ে ফলপ্রসু আলোচনা হয়।