কুড়িগ্রামের উলিপুরে বস্তাবন্দী ১০১ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত🦩 একটি বাইক ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
রোববার (২২ মে) সন্ধ্য💃ায় উলিপুর পৌর শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃত বিপ্লব মজুমদার বিপু (৫০) উলিপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মৃত শচীন মজুমদারের ছেলে। তার বাড়ির সামনের উলিপু🐲র-রাজারহাট সড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সাꦰমনের আসনের নিচে থেকে ১০০ বোতল ও তার সঙ্গে থাকা ১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিপ্লব মজুমদারের বাড়ির সামনে থেকে এক বোতল ফেনসিডিলসহ হাতেনাতে তাকে আটক করা হয়। পরবর্তীতে আ🗹শ-পাশে খোঁজাখুঁজি করে শুরু হয়। এক পর্যায়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সামনের আসনের নিচ থেকে এক বস্তা ফেনসিডিল জব্দ করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ 𓂃ধারণা ♉করছে অটোরিকশাটি কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উলিপুরে ফেনসিডিল নিয়ে আসতে পারে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, “আটককৃত ব্যক্তি বিপ্লব মজুমদ🌱ার☂ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।”