ফরিদপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে লাবিব (১🌼৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফরিদ😼পুর সদরের গেরদা ইউনিয়নের বাখ꧃ুন্ডার জামতলা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে এ দুঘর্টনা ঘটে।
নিহত লাবিব ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখ🅺েলা এলাকার বাসিন্দা মো. লিটনের একমাত্র ছেলে। লাবিব চলতি বছ𝓡র ফরিদপুর জিলাস্কুল থেকে এসএসসি পাশ করেছেন।
ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওয়াল হোসেন তনু জানান, দুটি মোটরসাইকেল নিয়ে লাবিবসহ চ𒁏ার বন্ধু বাখুন্ডার জামতলায় গিয়ে রেললাইনের উপর টিকটক করছিল। ওই সময় ঢাকাগামী বেনাপোল ♉এক্সপ্রেস ট্রেনটি চলে এলে লাবিবের তিন বন্ধু দ্রুত সরে যেতে পারলেও লাবিব ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলই নিহত হয়।
ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাস্থলে এসে এলাকাবাসীর কাছ থেকে💜 আমরা জানতে পেরেছি ওই তরুণ টিকটক করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, ঘটনার সময় বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেনটি❀ ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্🍰রক্রিয়াধীন রয়েছে বল൩ে পুলিশের এ কর্মকর্তা জানান।