• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সকালে ঘুম থেকে উঠে সবাই দেখলেন রাস্তার ওপর ‘জোড়া কবর’


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৪, ০৭:০৬ পিএম
সকালে ঘুম থেকে উঠে সবাই দেখলেন রাস্তার ওপর ‘জোড়া কবর’

কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি, অথচ সকালে ঘুম থেকে উঠেই দেখেꦐন পাশাপাশি দুই কবর! বাড়ির সামনে এমন😼 সাজানো-গোছানো জোড়া কবর দেখে সবাই ভাববেন পরম যত্নে মালিকের প্রিয়জনরা সমাহিত। 

সম্প্রতি ঘটনাটি ঘটেছে ꦐসিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের সর্দার পাড়া গ্রামে। এঘটꦡনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের হাবিবুর রহমানের সঙ্গে দীর্ঘ দিনের বিরোধ চলছিল আব্দুর রশি♕দের। আর এ বিরোধের জেরেই আব্দুর রশিদের বাড়ির সামন♉ে কৃত্রিম এই জোড়া কবর তৈরি করে হাবিবুর। এতে পুরো গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে পুরো গ্রামের রাস্তা বন্ধ করতেই এই কৃত্রিম কবর তৈরি করা হয়ে꧃ছে। রাতের আঁধারে বাড়ির পাশে গর্ত করে সেখান থেকে মাটি এনে এই জোড়া কবর তৈরি করা হয়। আসলে এখানে কোনো কবর নেই।”

গ্রামের বাসিন্দা মকবুল বলেন, “হাবিবুর রহমান তার বাড়ির সামনে এই কবরটি রাস্তা বন্ধ করতে বানিয়েছেন। কারণ কবর দেখলে কবরের ওপর দিয়ে তো কেউ যাতায়াত করবে না, তাই তিনি মাটি কেটে কবরের মতো করে বানিয়ে রেখেছেন। এতে পুরো গ্রামের মানুষের সমস্যা হচ্ছে। বিষয়টি সমাধানের জন💖্য স্থানীয় ইউন🎃িয়নের পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে।”

বিষয়টি নিয়ে অভিযুক্ত হাবিবুর রহমানের সঙ্গে যোগꦡাযোগ করতে গেলে তার বাড়িতে কাউকে পাওয়া যায়নি, পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

মাইজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন জানান, বিষয়টি জানার পর গ্রামের সবাইকে নিয়ে সেখানে গিয়ে কবরের মাটি সরিয়ে দেখা যায় কবরে⛦র নিচে ইটের রাস্তা। দুইজনের মধ্যে বিরোধের জের ধরে গ্রামবাসীর রাস্তা বন্ধ করতেই এই জোড়া✤ কবর তৈরি করা হয়েছে।

স🀅মস্যা সমাধানের জন্য দুপক্ষকে ডেকে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে রাস্তা থেকে কবর সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে বলেও জান��ান তিনি।

কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, রাস্তা বন্ধের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত সা𓆏পেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!