• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মায়ের পা ধুয়ে মিষ্টিমুখ করিয়ে সন্তানদের শ্রদ্ধা


যশোর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৪:২৩ পিএম
মায়ের পা ধুয়ে মিষ্টিমুখ করিয়ে সন্তানদের শ্রদ্ধা

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিন ৫০ জন মায়ের পা ধুয়ে ও মিষ্𒁃টিমুখ করিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের সন্তানরা।

শুক্রবার (১১ অক্টোবর꧅) সকালে যশোর শহরের বেজপাড়া পূজা মন্দিরে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে যশোরের বেজপাড়া বয়েজ ক্লাব পূজা কমিটি।

মায়ের পা ধুয়ে সম্মান জꦯানাতে পেরে একদিকে খুশি সন্তানরা। একই সঙ্গে সন্তানদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন মায়েরাও।

জানা গেছে, ব্যতিক্রমী এ আয়োজন উপলক্ষ্যে সকালে মন্দির প্রাঙ্গণে চ🎀েয়ারে সারিবদ্ধ হয়ে বসেন বিভিন্ন বয়সী ৫০ জন মা। প্রথমে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন সন্তানরা। এ সময় পানি নিয়ে একসঙ্গে ৫০ মায়ের পা ধুয়ে দেন সন্তানেরা। পরে তারা মায়েদের মিষ্টিম𒈔ুখ করান। এ সময় আবেগাল্পুত মায়েরা সন্তানকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেন। সন্তানরাও মেতে ওঠেন আনন্দে।

অনুষ্ঠান🐷ে মায়ের পা ধুয়ে দেওয়া যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী অধরা বিশ্বাস বলেন, “প্রত্যেক সন্তানই তার মা-বাবাকে ভালোবাসে। তবে সেটা বেশিরভাগ সময় প্রকাশ করতে পারে না। আজকে আমরা এম൩ন একটা সুযোগ পেয়েছি।”

অধরা বিশ্বাসের মা ঝুমুর গুপ্তা বলেন, 𒁏“সন্তানের প্রতি মায়ের আশীর্বাদ সব সময় থাকে। দেবী🅰 দুর্গার সামনে সন্তানকে আশীর্বাদ করতে পেরে ভালো লাগছে।”

এ বিষয়ে পূজা উদযাপ✱ন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বলেন, “আমাদের বাড়িতেই মা রয়েছে। সেই মাকে আমরা যত্ন করি না। অথচ প্রতিমা দুর্গাকে যত্ন করি। এতে দেবী দুর্গা খুশি হন না। যদি নিজেদের মাকে শ্রꩲদ্ধা করি, তাহলেই মা দুর্গা খুশি হন।” 

Link copied!