পটুয়াখালীর মহিপুরের আশাখালি মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলারে বরফ তোলাকে কেন্দ্র কౠরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেচে। এতে ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে কলাপা🐬ড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আশাখালী মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন মাটির পরশ আইস পাম্🌃প নামের একটি বরফ মিল থেকে সিরিয়াল অনুযায়ী বরফ তুলছিলেন জেলেরা। এ ꧒সময় সিরিয়াল অনুযায়ী মিনারুল বিশ্বাস নামের মৎস্য ব্যবয়াসীর ট্রলারে আগে বরফ তোলার কথা ছিল।
কিন্তু সিরিয়াল বাদ দিয়ে ফারুক ভূঁইয়া নামের মৎস্য ব্যবসায়ীর ট্রলারে বরফ তোলার চেষ্টা করেন জেল🍷েরা। এ ঘটনা নিয়ে উভয় পক্ষ তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী মিনারুল বিশ্বাসের ট্রলারের ১৬ জেলে আহত হন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার তালুকদার জানান, দ🏅ুই গ্রুপের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।