• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফেনীতে ৭০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০৮:২৫ পিএম
ফেনীতে ৭০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ফেনী সদর উপজেলার কালি🍷দহ ইউনিয়নের যাত্রাসিদ্ধি গ্রামে সোমবার (১০ এপ্রিল) রাতে ৭০০ পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ফেনী থানায় জিডি করেছেন বাগান মাল👍িক শহিদুল ইসলাম বাবুল।

শহিদুল ইসলাম বাবুল জানান, স্থানীয় কৃষি কর্মকর্তার উদ্বুদ্ধকরণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সং☂লগ্ন স্থানে ১০ একর পতিত জায়গা লিজ নিয়ে রৌশন এগ্রো পার্ক নামে মিশ্র ফল বাগান গড়ে তোলেন। সেখানে তিনি ৬ মাস রেড কুইন, রেড লেডি ও ইস্পাহানি কিংসহ স্থানীয় জাতের ৭০০ পে💜ঁপে গাছের চারা রোপন করেন। পেঁপে গাছগুলো কে বা কারা শত্রুতা করে রাতের আঁধারে কেটে ফেলেছে।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মক🌟র্তা আবু তৈয়ব বলেন, “মানুষকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে পতিত জায়গাগুলো চাষের আওতায় নিয়ে আসি আমরা। আর এদিকে গড়ে তোলা বাগানগুলো অনিষ্ট করছে দুর্বৃত্তরা। এতে করে সাধারণ মানুষ চাষাবাদে নিরুৎসাহিত হচ্ছে।”

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বাগানে গাছ কেট𝄹ে ফেলার ജঘটনায় জিডির সত্যতা নিশ্চিত করেছেন।

Link copied!