সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার একটি নার্সারির ভেতর থেকে মাথা ও হাতবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুল𓄧িশ।
সোম🥃বার (১১ নভ🦹েম) রাত ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নয়ন নামের এক যুবককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাথা ও দুই হাত বিচ্ছিন্ন এক🌄জনের মরদেহ দেখে পুলিশকে খবর দেন তারা। বিরুলিয়ায় গত কয়েক বছরে এমন 🔴নৃশংস হত্যাকাণ্ড দেখেননি এলাকাবাসী।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মꦯিঞা বলেন, “প্রথমে আমরা মাথা ও হাতবিহীন একজন নারীর লাশ শনাক্ত করি। পরবর্তীতে পাশে থাকা একটি বস্তায় খণ্ডিত মাথা ও হাত পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ▨নয়ন নামের এক যুবককে আটক করা হয়েছে।”
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ✃মর্গে প্রেরণ করেছে। অপরদিকে সাভারের বিভিন্ন এলাকা থেকে আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ।