জয়পুরহাট সদর উপজেলা থেকে দিলীপ বর্মন (৫৫) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করꦏেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার চকশ্যা💯ম💝 ব্রিজের উত্তর পাশে পৌর এলাকার বুলুপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দিলীপ দোগাছী ইউনিয়নের খোনাপাড়া গুচ্ছগ্রামের মাখন বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপ ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্𝔍যার পরে রিকশা নিয়𒀰ে বের হন দিলীপ বর্মন।
বৃহস্পতিবার সকালে স্থানীযꦗ়রা হাঁটতে বের হলে গলায✨় ছুরিকাঘাত করা মরদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে তার রিকশার কোনো সন্ধান পাওয়া যায়নি।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে🦩 মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।