মাদারীপুরের কালকিনিতে ꧋পালরদꦏী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আয়নাল আকন (৭২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল আকন কালকিনি পৌরসভার ৩ নং ওয়া🐼র্ডের পশ্চিম শিকারমঙ্গল এলাকার মৃত গনি আকনের ছেলে।
প্রꩵত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ আয়নাল আকন শারিরিকভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি একা কখনো নদীতে গোসল করতে যেতেন না। তবে বৃহস্পতিবার সকালে তিনি একাই বাড়ির পাশে পালরদী নদীতে গোসল করতে যান।
এসময় পা পিছলে নদীর গভীর পানিতে ডুবে যান তিনি। পরে স্থানীয়🗹 লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরবর্তীতে মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিখোঁজ হও💜য়া স্থানের ৫০ মিটার দূর থেকে আয়নাল আকনের মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে জয়নাল আকন বলেন, “পালরদী নদীতে গোসল করতে গিয়ে আমার বাবা নিহত হয়েছেন। আমার দাদাও একইভাবে পানিতে পড়ে মারা গিয়েছিলেন। আমার বাবা অনেকদিন যাবৎ অসুস্থ ছিলেন।🐈“
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জমাদার বলেন, “পানিতে ডুবে একজন বৃদ্ধ নিখোঁজের খবর পেয়ে মাদারীপুর থেকে ডুবুরি দল নিয়ে আসি। পরে প্রায় আধ ঘণ্টার 🧔সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”