• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নকল পাওয়ায় খাতা আটকে রাখলেন শিক্ষক, বাড়ি ফিরে কলেজছাত্রীর আত্মহত্যা


যশোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৩:৪৬ পিএম
নকল পাওয়ায় খাতা আটকে রাখলেন শিক্ষক, বাড়ি ফিরে কলেজছাত্রীর আত্মহত্যা

পরীক্ষার হলে নকলের অভিযোগ প্রায় 🅺দেড় ঘণ্টা খাতা আটকে রাখেন শিক্ষক। পরে বাড়ি ফিরে অভিমানে চিরকুটে লিখে আত্মহত্যা করেন সাবিহা নামের এক শিক্ষার্🐻থী।

শনিবার (৩০ মার্চ) দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। সাবিহা🌊 ওই দিন সকালে গ্রামের বাড়ি বাগডাঙ্গ༺া থেকে গোপালপুর স্কুল এন্ড কলেজে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেন।

নিহতের ভাই কবীর হোসেন বলেন, “সকালে পরীক্ষায় 𝔍অংশ নিতে কলেজ যায় সাবিহা। পরীক্ষা শুরুর পরে সাবিহার কাছে থাকা কাগজের টুকরা দেখে ফেলেন কক্ষ পরিদর্শক। প্রায় দেড় ঘণ্টা তার খাতা আটকে রাখা হয়। কলেজ থেকে ফিরে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি সাবিহা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। এসময় পাশে একটি সুইসাইড নোট পাওয়া যায়।”

সাবিহার চিরকুটে লেখা- “আমার কিছু মনে থাকে না বলে পরীক্ষায় অংশ নেওয়ার আগে অল্প একটু কাগজে তথ্য লিখে নিয়ে যাই পড়তে পড়তে। পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় তা ফেলে দিতে মনে ছিল না। তারপর পরীক্ষার হলে সমাজবিজ্ঞান শিক্ষক তা দেখে ফেলে। আমি তার কাছে ভুল স্বীকার করলাম। অনেকবার বললাম খাতাটা দেন। তিনি আমার খাতা নিয়ে দ༺েড় ঘণ্টা বসিয়ে রাখল তবুও খাতাটা দিল না। তাসলিমা ম্যাডাম এবং ইসমাইল স্যার আমাকে তাড়িয়ে দিল। এত করে বললাম ওটা আমার ফেলে দিতে মনে নেই তাও তারা আমাকে পরীক্ষার সুযোগ দিল না। তাই আমি অবশেষে লজ্জায় মুখ দেখাতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। ভালো থাক সবাই। আমার ভুল ত্রুটি সবাই মাফ করে দিও। আমার কাছে ফারহানা ২৫ টাকা পাবে এবং সুবর্ণা পাঁচ টাকা পাবে এটা তোমরা দিয়ে দিও।”

এ ব্যাপারে গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, “দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিহার আত্মহত্যা দুঃখজনক। পরীক্ষা চলাকালীন তার কাছে নকল পাওয়া যায়। সেই কারণে কক্ষপরিদর্শক তার কাছ থেকে খাতা নিয়ে নেন। এ ব্যাপারে শিক্ষক ও কমিটিকে নিয়ে জরুরি সভা করা 🤡হয়েছে।”

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা🍸 (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

Link copied!