সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের সব প্রত্নতা⭕ত্ত্বিক নিদর্শন সংরক্꧋ষণ করা হবে। এর জন্য একটি সঠিক নীতিমালা তৈরিতে নজর দেওয়ার সময় এসেছে।
এ ছাড়া ত🦂িনি জানিয়েছেন, যেসব জায়গা বেদখল হয়েছে তার বিরুদ্ধে জোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সক🧜ালে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনে গিয়ে ꦡতিনি এ কথা বলেন।
সকালে﷽ মুন্সীগঞ্জ শহরের মোঘল আমলের প্রাচীন নিদর্শন ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন করেন ড. আসিফ নজরুল।
এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল বলেন, “ইদ্রাকপুর কেল্লাসহ অন্যান্য কেল🌄্লাগুলোকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা করছি। এসব প্রত্ন নিদর্শন সংরক্ষণ করা হবে।”
তিনি বলেন, “সংর꧂ক্ষণের নীত🔴িমালা তৈরির জন্য এসব নিদর্শন দেখতে এসেছি যেন একটি সঠিক নীতিমালা তৈরি করতে পারি। আমার মনে হয় এ ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে।”
এক প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব প্রত্ন নিদর্শন উদ্ধার করাꩵ হয় তার সবই স্থানীয়ভাবে রাখা সম্ভব না। সেসবের কোনোটির জাতীয় পর্যায়ে গু🐼রুত্ব রয়েছে। এজন্য সেগুলো রাজধানী শহরে রাখা হয়। এটা সারা পৃথিবীতে একটি স্বীকৃত পদ্ধতি।”
যেসব জায়গা বেদখল হয়েছে তার বিরুদ্ধে জোর ব্যব꧒স্থা নেওয়া হবে বলেও জানি🌃য়েছেন উপদেষ্টা।
পরে ড. আসিফ নজরুল মুন্সীগঞ্জ🐠 সদরের রাজা হরিশ চন্দ্রের 𓂃দীঘি, মীরকাদিম সেতু, বাবা আদম শাহী মসজিদ, সোনারং জোড়া মঠ এবং শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন।