কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জনের সময় 🌟পানিতে ডুবে প্রবাল দে প্রান্ত (১৪) নামের এক স্কুলছাতꦚ্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) 🍬সকাল ৬টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধ🌞ার করা হয়।
এর আগে রোববার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫ꦏটার দিকে কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে প্💝রতিমা বিসর্জনের সময় পানিতে ডুবে নিখোঁজ হয় প্রবাল।
নিখোঁজ শিক্ষার্থী প্রবাল দে প্রান্ত (১৪) কক্সবাজার🅠ের ঈদগাঁওয়ের ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর এলাকার ওমান প্রবাসী পলাশ দেবের ছেলে। সে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের (কেজি স্কুল) নবম শ্রেণির ছাত্র ছিল।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এসপি মাহফুজুল ইসলাম এসব 🃏ত🔴থ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের বরাত দিয়ে কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বাপ্পী শর্মা বলেন, “প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই কিশোর সাগরের ঢেউয়ে ডুবে গিয়েছিল। লাইফ গার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে পারলেও প্রবাল নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি𓄧। কিন্তু সোমবার সকালে সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জোয়ারের পানিতে মরদেহটি কুলে ভেসে এসেছে।”
কক্সবাজারের অতিরিক্ত জেওলা ম্যাজিস্ট্রেট মো. আতাউল গনি ওসমানী বলেন, “সকালে সৈকতের কবিতা চত্বর এলাকায় মাছ ধরতে যাওয়া জেলেরা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাইফ গার্ড ও পুলিশ সদস্যরা গিয়ে সকাল ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে।”