• ঢাকা
  • শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বঙ্গবন্ধুর দলের মানুষ আমি, বঙ্গবন্ধু আমার নেতা : কাদের সিদ্দিকী


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৭:৫৭ পিএম
বঙ্গবন্ধুর দলের মানুষ আমি, বঙ্গবন্ধু আমার নেতা : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগ সব, তারা লাফাচ্ছে নৌকা দিলেই পাস। এবার আমি দেখাতে চাই নৌকা দিলে কেমনে একটু ফেলও করানো যায়। আজকে সবাই আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ আমি জন্ম দিয়েছি সেই আওয়ামী লীগ আমি করি না। বঙ্গবন্ধুর দলের মানুষ আমি, বঙ্গবন্ধু আমার নেতা। এই আওয়ামী লীগে খুঁজলে অনেক ঘুষখোর পাওয়া যাবে। পুলিশ, পৌরসভার সুইপারে চাকরি দিয়েও টা𝔉কা নেয়।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে বাসাইল উপজেলা শহীদ মিনার প্𒈔রাঙ্গণে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা ব♛লেন।

কাদের সিদ্দিকী বলেন, এখন দেশে পানি নাই, তাই নৌকারও তেমন কাজ নাই। আর ধানের শীষ! ২৮ অক্টোবর পর্যন্ত তারা ভালই ছিলো। ২৮ তারিখের পর থেকে তারা জ্বালাও পোড়াও করছে। একটি রাজনৈতিক দল, তার যদি নিয়💫ন্ত্রণ না থাকে তবে দেশের মানুষ তাদের কাছ থেকে কি পাবে? তারেক রহমানকে বলেছি দেশে এসে তার মায়ের সেবা করার জন্য। সে যদি নিজের মায়ের ওজন্য এই ঝুঁকি নিতে না পারেন, তবে অন্যের মায়ের জন্য, সন্তানের জন্য কি করতে পারবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাকে অনেক লোক ভালবাসে। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি ভোট চোরদের বোঝা𝕴 নেবেন না। চোরদের জন্য বদনামি হইয়েন না। আপনি চোরের নেতা হইয়েন না।

সম্প্রতি অনুষ্ঠিত উপ-নির্বাচনকে ইঙ্গিত করে কাদের সিদ্দিকী🍌 বলেন, নির্বাচনে সমানতালে শুধু সিল মারছে। এভাবে সিল দিলে༒ ভোটারের দরকার কি? আর যদি ভোটারের কোন দরকার না থাকে তাহলে কিন্তু আপনাদের উপায় নাই। এবার ভোট ছাড়া যদি আপনারা নৌকা মার্কা নিতে চান তাহলে মার্কা কিন্তু জ্বইলা পুইড়া ছারখার হয়ে যাবে।

কৃষক শ্রমিক জনতা লীগের বাসাইল উপজেলা শাখার সভাপতি ও 𓃲পৌর মেয়র রাহাত হাসান টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালেক হিটলু, বাসাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, সখিপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন সজীব প্রমুখ।

Link copied!