পাটুরিয়া ঘাটের অদূরে পদ্মায় ফেরিডুবির ছয় দিন পর নদীতে ভাসমান অবস্থাඣয় ফে🔯রিটির সহকারী মাস্টার হুমায়ুন কবীরের মরদেহ পাওয়া গেছে ।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।🐈 বিকেল সোয়া ৪টার দিকে হরিরাꦫমপুর উপজেলার বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নি🦩হত হুমায়ুন কবীর পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া হাড়িভ🥃াঙ্গা এলাকার আব্দুল লতিফের ছেলে।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্স๊পেক্টর মজিবুর রহমান জানান, হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে ফেরিটির সহকারী মাস্টার হুমায়ুন কবীরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম মরদেহটি শনাক্ত করেছেন। এখন মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জে পাঠানো হবে।
এর আগে, ১৭ জানুয়ারি সকালꦚ সোয়া ৮টায় কাভার্ডভ্যান, ಌট্রাকসহ ৯টি গাড়ি নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় ফেরি রজনীগন্ধা।