মাদারীপুরের কালকিনি উপজেলায় ককটেলস🍒হ নাসির কাজি (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪ট🤪ার দিকে উপজেলার ফাঁসিয়াতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক নাসির কাজীর বাড়ি কুমিল্লা জেলায়। তারা বাবার নাম বাচ্চু কাজী। দীর্ঘদিন ধরে নাসির মাদারীপুরে বোমাসহ বিভিন্ন ধরনের অস্ত্রের ব⭕্যবসায় করে আসছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফাঁসিয়াতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে স্কুলব্যাগভর্তি ককটেল জব্দ করা হয়।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, গো൲পন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় একটি স্কুলব্যাগভর্তি ককটেল জব্দ করা হয়। তবে ব্যাগের ভেতর কতগুলো ককটেল আছে, তা এখনই বলা যাচ্ছে না। ঢাকা থেকে বোম্ব ডিসপোꦜজাল ইউনিট এলে সেগুলো নিষ্ক্রিয় করা হবে।