পঞ্চ🔥গড়ে কুকুরের কামড়ে হাসপাতালের নার্সসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার পর জেলা শহরের ফায়ার সার্ভিস এলাকায় এক যুবককে প্রথম একটি কুকুর কামড় দেয়। এরপর শহরের মিঠাপুকুর, ডোকরোপাড়া, ইসলামবাগ ও ধা𝓀ক্কামারাসহ বিভিন্ন এলাকা থেকে একে একে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসতে থাকেন আক্রান্তরা। একজন নার্সসহ ১৪ জন কুকুরের কামড়ের শিকার হন। কুকুর কামড়ের কামড়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয় শহরজ🎶ুড়ে।
আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভ্যাকসিনসহ চিকিৎসা নিয়েছেন। আক্রমণের শিকার বেশিরভাগ মানুষের পায়ে কামড় দিয়েছে কুকুর। কুকুর ধরতে পৌরসভার একটি দল মাঠে নামলেও বুধবার গভীর রাত পর্যন্ত কোন𒆙ো কুকুর শনাক্ত বা আটক করা যায়নি।
আক্রমণকারী কুকুর শনাক্ত করে ব্যবস্থা🍎 না নেওয়া হলে আরও কুকুর কামড়ের শিকার হতে পারেন বলে জানান ꦯস্থানীয়রা।
জেলার সদর হাসপাতালের চিকিৎসক তৌহিদুল ইসলাম ভুইয়া বলেন, কুকুর শনাক্তসহ আটক🐷 করতে পঞ্চগড় পৌরসভার একটি দল ক𒐪ুকুরের খোঁজ শুরু করেছে। হাসপাতালে আক্রান্তদের প্রয়োজনীয় ইনজেকশন চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।