ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার🦂 (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারেরহাট-সংলগ্ন পশ্চিম পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
এরপর দুপুরের দিকে একই উপজেলার ১নং 🍌মনপুরা ইউনিয়নের কাউয়ার টেক এলাকার পূর্ব পাশ থেকে আরও একজনের🍸 মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা মেঘনা নদীর পৃথꦺক এলাকায় ভাসতে দেখে পুলিশকে খবর দিল🌜ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতরা হলে💝ন জেলার তজুমুদ্দিন উপজেলার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের আ. মালেকের ছেলে মো বেল্লাল হোসেন (২৫) এবং মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনারচর গ্রাম𝕴ের বাসিন্দা আবু তাহেরের ছেলে আলাউদ্দিন (৩০)।
মরদেহ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, উদ্ধারকৃত মরদেহ দুটি ত🐼াদের পরিবারের লোকজন শনাক্ত করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে মনপুরা থানায় দুটি♏ অপমৃত্যু মামলা হয়েছে।