জুম্ম ছাত্রজনতার ডাকে পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। অবর☂োধের কারণে খাগড়াছড়ি থেকে অভ্যন্তরীণ ꧟এবং দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এ পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধ🔴ের সমর্থ🀅নে জেলা সদরের কথাও পিকেটিং-এর খবরও পাওয়া যায়নি।
খাগড়াছড়িতে সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির অতিরিক্ত টহল দিতে দেখা গেছে। এখন প🙈র্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়꧟েছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো সকাল সাড়ে ৭টার দিকে শহরে প্রবেশ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যব🧸স্থা নেওয়া হয়েছে।
অবরোধে ভোগান্তিতে পড়েছেন খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটকরা। খাগড়াছড়ি জীপ মালিক সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, সাজেকে যাওয়ার সব গাড়ি বন্ধ রয়েছে। প্রশাসন থেকে সিদ্ধান্ত দিলে গাড়ি ছাড়া হবে। গতকাল শুক্রবার খাগড🐻়াছড়ি থেকে ৮০টি গাড়ি সাজেক গেছে। 🥂প্রায় ৬শর মতো পর্যটক সাজেকে রয়েছেন।
নওগাঁ থেকে খাগড়াছড়ি বেড়াতে আসা পর্যটক আরাফাত আলী মন💧্ডল বলেন, সাজেক যাওয়ার উদ্দেশ💦্যে ১০ জনের একটি টিম নিয়ে তারা খাগড়াছড়ি এসেছেন। খাগড়াছড়ি এসে জানতে পেরেছেন অবরোধের কথা।
তিনি বলেন, আগে থেকে হোটেল বুকিং দেওয়া ছিল, তাদের সাথে যোগাযোগ ক꧙রা হয়েছিল, হোটেল থেকে অবরোধের কথা জানানো হয়নি।