• ঢাকা
  • বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মানুষ দেখে ফোঁস ফোঁস শব্দ করছিল অজগরটি, অতঃপর…


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৬:১৯ পিএম
মানুষ দেখে ফোঁস ফোঁস শব্দ করছিল অজগরটি, অতঃপর…

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪🀅 নম্বর ওয়ার্ডে খালের পাড় থেকে ৮ হাত লম্বা ২০ কেজি ওজনের একটি অজগর সাপ⛦ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্ট﷽েম্বর) সকাল ১০ টার দিকে পাথরঘাটা বন বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করেন।

পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পৌরসভার ৪ꦿ নম্বর ওয়ার্ডের কলেজের পেছনের খালের পাড় থেকে খান বাড়িতে সালমা আক্তার নামের এক নারী যাচ্ছিলেন। এসময় জালে পেঁচানো আজগর সাপটি সালমাকে দেখতে পেয়ে ফোঁস ফোঁস করে শব্দ করতে থাকে। এসময় আজগরটি দেখে ওই নারী ভয়ে দৌড়ে বাড়ির মধ্যে যায়। পরে আমাদের খবর দিলে আমরা সেখানে গিয়ে বন বিভাগকে জানালে তারা এসไে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।”

বন বিভাগের উদ্ধারকর্মী বোটম্যান চিন্ময় মজুম🐻দার বলেন, উদ্ধার করা সাপটি বার্মিজ অজগর হিসেবে পরিচিত, যা নির্বিষ। অজগরটির আনুমানিক ওজন ২০ কেজি। এর আগে♍ও ওই এলাকায় বিভিন্ন জায়গায় এ ধরনের অজগর সাপ উদ্ধার করা হয়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে সাপটি বনে অবমুক্ত করা হবে।

Link copied!