দিনাজপুরের বীরগঞ্জে শখের বশে মাছ ধরতে গিয়ে নদ꧂ীতে ডুবে আতাহার মাহমুদ (৪৪) নামের পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
﷽বৃহস্পতিবার (২০ জুন) রাতে উপজেলা সদরের ঢেপা নদীর স্লুইসগেট এলা💜কায় এ ঘটনা ঘটে।
নিহত আতাহার ম൲াহমুদ পৌরসভার বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মৃত কুদ্দুসের ছেলে। আতাহার পল্লী চিকিৎসক হিসেবে জীবিকা নির্বাহ করতেন।
নদী থেকে আতাহার ম🐈াহমুদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। তিনি বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’
পুলিশ ও পরিবার সূত্রেꦇ জানা গেছে, শখের বশে বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢেপা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান আতাহার মাহমুদ। এ সময় জাল ফেলতে💖 গিয়ে প্রবল স্রোতের কারণে পানিতে তলিয়ে যান তিনি। রাতেই তার সহকারী ফেরদৌস বাড়িতে খবর দেন। আজ শুক্রবার ভোরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় জালসহ উদ্ধার করেন।