• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাহফিলে অংশ নিতে সড়কে প্রাণ হারালেন উপ সচিব


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৮:২১ এএম
মাহফিলে অংশ নিতে সড়কে প্রাণ হারালেন উপ সচিব

বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণা💧লয়ের উপসচিব ড. ফরহাদ হোসেন নিহত হয়ꦏেছেন। 

শুক্ღরবার (৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বরিশাল-🥃মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ড. ফরহাদ চরলক্ষ্মীপুর গ্রামের মা🌸ওলানা আব্দুল কাদেরের ছেলে। তিনি একটি মাহফিলে অংশ নিতে মাহিন্দ্রা টেম্পুতে উপজেলার চরলক্ষ্মীপুর নন্দীরবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।

ꦉমুলাদী থানার ভারপ্রাপ্🧸ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম উপসচিব ড. ফরহাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টেম্পুটি চারজন যাত্রী নিয়ে মীরগঞ্জ ফেরিঘাট থেকে মুলাদী শহরের দিকে যাচ্ছিল। হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম 🌟করার সময় দ্রুতগামী টেম্পুটি নিয়ন্ত্🧜রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে পাঠান।

মুলা✃দী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে পৌঁছার আগেই ড. ফরহাদের মৃত্যু হয়েছে।

চরলক্ষ্মীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির♐ সদস্য জয়নুল আবেদীন জানান, বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ প্রধান অতিথি ছিলেন। এতে অংশ নিতে তিনি ঢাকা থেকে চর🤡লক্ষ্মীপুর যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

Link copied!