চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকাসহ নিউটন ধর (২৯)♈ নাম✤ের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) সকালে খা🌜গড়াছড়ির সদর থানার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তাꦇর করা হয়।
নিউটন ধর চট্টগ্রামের সাতকানিয়ার মোহন প্রসাদ ধরের ছেলে। তিনি বারইয়ারহাট বাজারে একটি জুয়েলাꦬরি দোকানের কর্মচারী ඣছিলেন।
পুলিশ জানায়, গত ♈২৭ আগস্ট রাতে স্বর্ণালঙ্কার ও টাকা আত্মসাৎ করে পালিয়ে যান নিউটন ধর। পরে দোকানের মালিক কৃষ্ণ কুমার ধর আদালতে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, নিউটনকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ফেনীতে তার শ্বশুর বাড়ি থেকে ১১ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কা꧃র ও নগদ এক লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কাকারের দাম আনুমানিক ১৪ লাখ টাকা।