• ঢাকা
  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৩৫ টাকার জন্য মেয়েকে হত্যা, বাবার যাবজ্জীবন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৮:৪১ পিএম
৩৫ টাকার জন্য মেয়েকে হত্যা, বাবার যাবজ্জীবন

ফরিদপুরে ৩৫ টাকার জন্য মেয়েকে হ𝓰ত্যা করার দায়ে বাবাকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত। একইꦡ সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ফরিদ🌟পুরের অতিরিক্ত দয়রা জজﷺ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

যাবজ্জীবন কারাদন্ডপꦺ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. হারুন শেখ (৩৭)। তিনি মধুখালী উপজেলার ভুষণা লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার🏅 সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নওয়াব আলী মৃধা রায়ের 𝓀বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হয়েছে। এ ফলে সমাজে অপরাধ প্র🔴বণতা কমে আসবে।

আদালত সূত্রে জানা যায়, হারুন দুটি বিবাহ করেন। তার প্রথম স্ত্রীর বড় সন্তান ১০ বছর বয়সী মেয়ে মাকসুদা আক্তার ওরফে হিরা। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থ🐻ী ছিল। ২০১৭ সালের ২৭ জুলাই মাকসুদা তার বাবা হারুনের পকেট থেকে ৩৫ টাকা নিয়ে স্কুলে যায়। দুপুরে হারুন মাঠ থেকে কাজ করে বাড়িতে এসে জামার পকেটে টাকা খুঁজে পান না। মাকসুদা স্কুল থেকে আসার পর তার কাছে টাকা নেওয়ার কথা জানতে চাইলে মেয়ে অস্বীকার করে।

পরে হারুন মেয়েকে মারধর করতে থাকে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে মাকসুদা। পরে হারুন মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে ঘরের মাচার মধ্যে রেখে দেয়। এ ঘটনা 🐬মাকসুদার ভাই শোয়ায়েব (তখন ৮ বছর) দেখে ফেলে। শোয়েব চিৎকার করলে হারুন পালিয়ে যান। পরে এলাকাবাসী ܫমাকসুদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওইদꦬিনই মাকসুদার নানা মো. লিয়াকত শেখ বাদী হয়ে মধুখালী থানায় মাকসুদার বাবা হারুনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা ক🧸রেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ২০১৭ সালের ২৭ ডিসেম্বর মাকসুদাকে হত্যার দায়ে ব🔥াবা হারুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Link copied!