• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বি‌রিয়া‌নি খে‌য়ে হাসপাতা‌লে শতা‌ধিক চাষি


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৭, ২০২৪, ০১:৫৫ পিএম
বি‌রিয়া‌নি খে‌য়ে হাসপাতা‌লে শতা‌ধিক চাষি

সাতক্ষীরার কলারোয়ায় আগাতা ফি‌ডের মৎস্🌠য চাষি স‌ম্মেলনে ঢাকা নবাব বি‌রিয়া‌নি হাউ‌জের বি‌রিয়া‌নি খে‌য়ে অসুস্থ হ‌য়ে প‌ড়ে‌ছে🌃ন শতা‌ধিক মানুষ। তা‌দের‌ কলা‌রোয়া উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

জা🍬না গেছে, শ‌নিবার উপজেলার জালালাবাদ ইউনিয়নের ‌সিংহলাল গ্রা‌মে আগাতা ফি‌ডের মৎস্য চাষি স‌ম্মেলন ছিল। স‌ম্মেলনে অংশ নেওয়া চাষি‌দের মা‌ঝে কলারোয়া উপজেলার চৌরাস্তা মোড়স্থ ঢাকা নবাব বিরিয়ানি হাউজের বি‌রিয়া‌নি খে‌তে দেওয়া হয়। এই বি‌রিয়া‌নি খে‌য়ে পেট ব্যথা, ব‌মি, পাতলা পায়খানা শুরু হয় তা‌দের। সন্ধ্যার পর থে‌কে তারা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি হ‌তে থা‌কেন।

জালালাবাদ ইউপি সদস্য আফতাবুজ্জামান জানান, কলারোয়া উপজেলার চৌরাস্তা মোড়ের ঢাকা নবাব বিরিয়ানি হাউজ থেকে আনা বি‌রিয়া‌নি চাষিদের খে‌তে দেওয়া হয়। সন্ধ্যার পর থেকে একের পর এক ফোন আসতে থাকে।ꩲ বি‌রিয়া‌নি খাওয়া সক‌লেরই বমি, পেটে ব্যথা এবং পাতলা পায়খানা হচ্ছে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম জানান, তাদের ফুড পয়জনিং হয়েছে। সক‌লেই ডায়‌রিয়ায় আক্রান্ত। এ পর্যন্ত শতা‌ধিক মানুষ‌কে চি‌কিৎসা সেবা দি‌য়ে‌ছেন তারা। এর ম‌ধ্যে ৩০ জন ভ‌র্তি র‌য়েছেন।
 

Link copied!