• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কপোতাক্ষ নদে নোঙ্গর খুঁজতে গিয়ে নিখোঁজ যুবক


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৮:২০ পিএম
কপোতাক্ষ নদে নোঙ্গর খুঁজতে গিয়ে নিখোঁজ যুবক

সা🌺তক্ষীরার ♈শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহনের বলগেটের (পল্টন) নোঙ্গর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদে মিজানুর রহমান সরদার (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

মঙ🍷্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ মেলেনি। নিখোঁজ মিজানকে উদ্ধারে সকাল থেকে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের একট𒊎ি ডুবুরি দল। এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) গাবুরার পার্শেমারি টেকেরহাটে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ মিজান🌺ুর রহমান সরদার খুলনার ৫নং ঘাট এলাকার দুলাল সরদারের ছেলে। নিখোঁজ মিজানের বাবা দুলাল সরদার বলেন, “মিজানের নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা এখানে এসেছি। এখনো তার সন্ধান মেলেনি।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপসহক🐬ারী প্রকৌশলী প্রিন্স রেজা জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার পর থেকে তিনি সার্বিক খোঁজখবর নিচ্ছেন।

উদ্ধার অভিযানের নেতৃত্𝕴ব দেওয়া সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, মিজান সরদারের সন্ধান এখনো মেলেনি। আজকের মতো উদ্ধার অভিযান শেষ।

Link copied!