পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান༺্য করে মাছ ধরার ৭টি ট্রলারসহ ৫৩ জেলেকে আ🍎টক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২২ জুন) রাতে উপজেলার আন্ধারমানিক নদীর মোহনাসংলগ্ন সমুদ্র থেকে তা𝓡দের আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারমানিক নদীসংলগ্ন সমুদ্রে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ৮০০ কেজি সামুদ✅্রিক মাছ ও ২৫ লাখ মিটার জাল জব্দ করা হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও 𓆏উপজেলা মেরিন ফিশারি কর্মকর্তা মো. আশিক আহমেদ জব্দ মাছ নিলামে ৪৩ হাজ💮ার টাকা বিক্রি করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের আরও ৪৩ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান বলেন, “সমুদ্রসম্পদ রক্ষায় আমরা সার্বক্ষণিক ক🦩াজ করছি। এ ৬৫ দিন অবরোধ সঠিকভাবে পালন করার জন্য আমরা তৎপর রয়েছি।”