দিনাজপুরে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রহিদুল ইসলাম সাগর (২২) নামের এ🔜ক যুবককে ৬ মাসের 🎀বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১ এপ্রিল) দুপুর ১২টায় দিনাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঙ্গীবেচা ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ🥃 আদালত পরিচালনা করা হয়।
দিনাজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্র𒅌াম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাথী 𓄧দাস আদালত পরিচালনা করেন।
দ😼ণ্ডপ্রাপ্ত রহিদুল ইসলাম গবড়াপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।
জানা গেছে, অভিযোগকারী শিক্ষার্ꦚথী ফুলবাড়ী সরকারি কলেজে স্নাতকের ছাত্রী।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাথী দাস জানান, জাতীღয় সেবা ৯৯৯-এ কল করে এক শিক্ষার্থী অভিযোগ করেন রহিদুল নামের এক যুবক তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করে। শনিবার সকালে স্থানীয়রা রহিদুলকে আটক করে। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রহিদুল ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেছেন।