• ঢাকা
  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৬ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কম খরচে লাভ বেশি, জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২২, ২০২৪, ০১:০৯ পিএম
কম খরচে লাভ বেশি, জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ
জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ। ছবি : সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলার চরাঞ্চলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ। অল্প বিনিয়োগে লাভ বেশি হওয়া🃏য় বাদাম চাষে ঝুঁকছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, গেল বছরের তুলনায় উপজেলায় এ🍒 বছর ১৩০ হেক্টর বেশি জমিতে বাদামের চাষ হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ পদ্মার চরজুড়ে সবুজ পাতায় দোল খাচ্ছে বাদামের গাছ। সূর্যের ꦇতাপ উপেক্ষা করে বাদাম ক্ষ💙েত পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চরাঞ্চলে চাষ হওয়া অন্যান্য ফসলের তুলনায় বাদাম চাষে লাভ বেশি ও বাজারে ভালো🌠 চাহিদা থাকায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে বাদাম চাষে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ। তবে সারা দেশে চলমান তাপদাহ ও খরায় ফলন কিছুটা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা কৃষকের।

কৃষি বিভাগের তথ♛্যমতে, সদরপুর উপজেলার দিয়ারা নারকেলবাড়িযা, চর বিষ্ণুপুর, চর মানাইর, আকোটের চর ও ঢেউখালী এলাকায় বাদামের ব্যাপক আবাদ হয়েছে। শুধুমাত্র সদরপুর উ✱পজেলাতে এ বছর ৩ হাজার ২৮২ হেক্টর জমিতে চিনা বাদাম চাষ হয়েছে। গত বছরের তুলনায় ১৩০ হেক্টর বেশি।

সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, সরকারি পৃষ্ঠ🦩পোষকতায় চরাঞ্চলের কৃষকদের বাদাম চাষের উদ্বুদ্ধ করাসহ সার্বিক সহায়তা ও প্রশিক💙্ষণের ব্যবস্থা করা গেলে বাদাম চাষে আগ্রহ বাড়বে সবার। 

Link copied!