• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিএসএফের গুলিতে এবার এক ভারতীয় যুবক নিহত


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৪:০৪ পিএম
বিএসএফের গুলিতে এবার এক ভারতীয় যুবক নিহত
পাটগ্রাম সীমান্ত। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এবার রাকেশ হোসেন (৩০) 🔯নামের এক ভারতীয় যুবক নিহত হয়🎃েছেন।

বৃহস্প🥀তিবার (২৩ মে) ভোরে পাটগ্রাম কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর পিলারে ৬ নম্💛বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত রাকেশ হোসেন কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পূর্ব খাতের বাড়ি এলাকার𝓡 হাফিজুল মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) আওতাধীন কালিরহাট সীমান্তের ৮৫৭নং মেইন পিলারের ৫নং সাব পিলারের কাছে ভারত সীমানায় উত্তর টেপুরগাড়ী নামক স্থানে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন মিরাপ্পা ক্যাম্পের টহলদল চোরাকারবারিদের লক্ষ্ღয করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে এক ভারতীয় যুবক নিহত হন। পরে বিএসএফ ওই যুবক🌸ের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

৬১ বর্ডার গার𒀰্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম বলেন, “সীমান্তের কয়েক রাউন্ড ফায়ার হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ জানিꦛয়েছি। এ ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে আহ্বান করা হয়েছে।”

Link copied!