প্রেমের টানে চুয়াডাঙ্গার আহসান বিশ্বাসের (২২) কাছে ছুটে এসেছে ভারতীয় কিশোরী আয়েশা মণ্ডল (১৬)। রোববার (১৭ নভেম্বর) দুপুরে দামুড়হুদﷺা উপজেলার চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে আয়েশা বাংলাদেশে প্রবেশ করে।
আয়েশা মণ্ডল ভারতের ඣনদীয়া জেলার ভীমনগর থানার হুদাপাড়া গ্রামের জয়নাল মণ্ডলের মেয়ে। আর আহসান বিশ্বাস দামুড়হুদা উপজেলার চাকুল🌠িয়া গ্রামের মো. জহিরুল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়েশা মণ্ডল🌜ের সঙ্গে আহসান বিশ্বাসের পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেমে রূপ নেয়। তাদের প্রেমকে পরণতি দিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আয়েশা মণ্ডল রোববার দুপু🐭রের পর চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।
পরে তিনি বিয়ের দাবিতে আহসান বিশ্বাসের বাড়িতে অবস্থান নেন। পরে এলাকাবাসী বিজিবি ক্যাম্পে খবর দিলে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আয়েশাকে 🔴আটক করে।
দামুড়হুদা উপজেলার সীমান্তের 🏅ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারুনুর রশিদ জানান, ভারতীয় ওই তরুণীকে বিজিবি ꧂ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।