ভারতে পাচারকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে দুইটি সোনার বারসহ𝓀 মো. তজিবুর রহমান (⭕৪৩) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
রোববার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের খুলনা রোড মোড় থেকে ভাদিয়ালী সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিকেল ৩ট♎ার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
আটক মো. তজিবুর রহ🎶মান সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের সাতানী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে🐎।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তজিবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস সোনার বার জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ৭২ হাজার ৫০০ টাকা জ🍸ব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের ওজন ৫৪১ গ্রাম। যার বাজার মূল্য ৬৯ লা♓খ টাকা।
তজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা রাখার কার্যক্রম প্রক্রিধীন।