• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৫৬ বছরে এইচএসসি পাস করে জানলেন সুখবর নেই, আরও লড়াই করতে হবে


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০১:৫৩ পিএম
৫৬ বছরে এইচএসসি পাস করে জানলেন সুখবর নেই, আরও লড়াই করতে হবে
আবদুল হান্নান

লক্ষ্যে পৌঁছাতে মানুষ কত কিছুই-না করে। আইনজীবীর সহকারী হতে তিনি ৫০ পেরিয়ে প⛦াস করেন এসএসসি। এরপর এইচএসসি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কামাত গ🅰্রামের আবদুল হান্নান ৫৬ বছর বয়সে চলতি বছর এইচএসসি পাস করেছেন। তিনি শিবগঞ্জের ধাইনগর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ থেকে জিপিএ-৩.৯২ পেয়েছেন।

এই কলেজের অধ্যক্ষ মো. সানাউল্লাহ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আবদুল হান্নানের এলাকায় আমার বাড়ি। আমি তাকে ব✃ড় ভাই ডাকি। আর্থিক অবস্থা ভালো না। তবুও এই বয়সে লেখাপড়ার প্রতি তার আগ্রহ দেখে আমি মুগ্ধ। তিনি আরও পড়তে চান।’

এই বয়সে এসে লেখাপড়ার কারণ সম্পর্কে আবদুল হান্নান বলেন, একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন তꩵিনি। কিছুদিন পর তাতে বাদ সাধেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতারা। তার🍷া বলেন, সমিতির সদস্য হওয়া ছাড়া এখানে কাজ করা যাবে না। আর সদস্য হতে হলে এসএসসি পাস হতে হবে। তখন এসএসসি পাস করে সদস্য হওয়ার জেদ চাপে তাঁর মনে। ৫৩ বছর বয়সে তিনি এসএসসি পাস করেন। সদস্য হওয়ার জন্য এসে জানতে পারেন, নিয়ম বদলে গেছে। সমিতির সদস্য হওয়ার জন্য এইচএসসি পাস হতে হবে।

এতে দমে যাননি, বরং উৎসাহ–উদ্দীপনা নিয়ে ধাইনগর কারিগরি ও ব্যবস্থাপনা কলেজে ভর্তি হন আবদুল হান্নান। তিনি বলেন, সহপাঠীরা প্൩রথমে ঠাট্টা-মশকরা করতেন। তখন খারাপ লাগত। পরে আস্তে আস্তে সহপাঠীদের সঙ💮্গে খাতির হয়ে যায় তার। তাদের সঙ্গে নানা গল্পে-আনন্দে কলেজজীবন ভালোভাবেই কাটিয়েছেন।

যে কারণে এই বয়সে এইচএসসি পাস করলেন, সেখানে সুখবর নেই আবদুল হান্নানের জন্য। সমিতির নেতারা জানিয়েছেন, ৩৬ বছরের বেশি বয়সী কাউকে আর সদস্য করা যায় না। মন খারাপ হলেও হান্নান༒ এখন ভাবছেন, আইন বিষয়ে লেখাপড়া করে আইনজীবী হবে🌳ন। এবার তাকে আবারও লড়াই করতে হবে।

আবদুল হান্নানের তিন ছেলে ও দুই মেয়ে। এর মধ্যে এক ছেলে ও দুই মেয়ের বিয়ে হয়েছে। হান্নানের স্ত্রী রুমেলা বেগম বলেন, প্রথম দিকে স্বামীর লেখাপড়ার ঝোঁক দেখে পাগলামি মনে হতো। তিনি বিরক্ত হতেন। পরে তার সাফল্যে অনেক আনন্দ পেয়েছেন🌳।

Link copied!